Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ৮ জুন, ২০১৬ ১৯:৩১
আপডেট :
বিএসএফের হাতে ৯ বাংলাদেশি ও বিজিবির ১১ ভারতীয় জেলেকে আটক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএসএফের হাতে ৯ বাংলাদেশি ও বিজিবির ১১ ভারতীয় জেলেকে আটক

রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে মাছ ধরা দুটি ইঞ্জিন চালিত নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ সদস্যরা। এর প্রতিবাদে বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় ১১ জেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভারতীয় বিএসএফ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী বর্ডার গার্ড বাংলাদেশ-১ (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ।

বিজিবি সূত্র জানায়, চারঘাট পৌরসভার মিয়াপুর গ্রামের দুদু মিয়া, মান্না, ফারুক, মিজান, মিটুল, শহিদুল, টুটুল, লিটন ও মাসুদসহ বেশ কয়েকজন জেলে প্রতিদিনের মতো আজ বুধবার সকালে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। দুটি ইঞ্জিন চালিত নৌকা যোগে মাছ ধরার এক পর্যায়ে ভুলক্রমে তারা ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা ধাওয়া দিয়ে দুটি নৌকাসহ বাংলাদেশি ৯ জেলেকে আটক করে। পরে এ সংবাদে বিজিবির সদস্যরা বাংলাদেশি সীমানায় অনুপ্রবেশকারী ভারতীয় ১১ জেলেকে আটক করে। আটক-পাল্টা আটকের ঘটনায় পদ্মায় মাছ ধরা জেলেদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভারতীয় ১১ জেলেকে আটকের সত্যতা নিশ্চিত করে চারঘাট বিজিবির কোম্পানী কমান্ডার মোহাম্মদ আলী বলেন, ‘ভারতীয় বিএসএফ সদস্যরা আমাদের বাংলাদেশি ৯ জেলেকে দুটি মাছ ধরার নৌকাসহ ধরে নিয়ে গেছে। বিএসএফ সদস্যদের দাবি, বাংলাদেশি জেলেরা ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করেছে। কিন্তু ভারতীয় জেলেরাও কোনো বাধা ছাড়াই বাংলাদেশি সীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল। পরে ভারতীয় ১১ জেলেকে বাংলাদেশি সীমানায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আটক করা হয়েছে। এ বিষয়ে বিএসএফ সদস্যদের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে। ’

রাজশাহী বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহজাহান সিরাজ জানান, আটককৃতরা সবাই জেলে। আটক জেলেরা নিজ নিজ দেশের সীমানা অতিক্রম করায় এমন ঘটনা সৃষ্টি হয়েছে। বিএসএফ সদস্যরা আটক বাংলাদেশি জেলেদের ছেড়ে দিলে বিজিবির হাতে আটক ভারতীয় জেলেদেরও ছেড়ে দেওয়া হবে।

 

বিডি-প্রতিদিন/৮ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow