Bangladesh Pratidin

প্রকাশ : ৯ জুন, ২০১৬ ১৯:৪৫
আপডেট :
রাজশাহী শিক্ষা বোর্ডে ৩০৬ শিক্ষার্থীর ফল পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী শিক্ষা বোর্ডে ৩০৬ শিক্ষার্থীর ফল পরিবর্তন

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে রাজশাহী শিক্ষা বোর্ডে ৩০৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বোর্ডের নিজস্ব ওয়েব সাইটেও ফলফল পাওয়া যাচ্ছে।

রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছে ৭৪ জন। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে চারজন। অন্যরা বিভিন্ন গ্রেড পয়েন্ট অর্জন করে পাস করেছে পরীক্ষায়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ জানান, আবেদনকারীর তুলনায় ফলাফল বদলে যাওয়ার ঘটনা অনেক কম। এরপরেও এ ধরণের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে পরীক্ষকদের খাতা মূল্যায়নে আরও যত্মবান হওয়ার পরামর্শ দেওয়া হবে।

এর আগে, গত ১১ মে রাজশাহীসহ সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে রাজশাহী বোর্ড পাসের হারে সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে অবস্থান করে। ফলাফল প্রকাশের পর ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদনপত্র গ্রহণ করা হয়। এতে ৩০ হাজার ৪০৩ ছাত্র-ছাত্রী আবেদন করে। এক মাসের মধ্যে খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হলে।

বিডি-প্রতিদিন/ ০৯ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow