Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১০ জুন, ২০১৬ ১৫:০০
২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দাবি
নিজস্ব প্রতিবেদক
২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দাবি

২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ও চলতি জুন মাসের পূর্ণ বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিকরা যেন জুন মাসের পূর্ণ বেতন ও ওভার টাইম পায় তা নিশ্চিত করতে হবে। অনেকেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করেন। এ জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পোশাকশিল্পকে কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আলমগীর রনি, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহাতাব উদ্দীন শহীদ, শ্রমিক নেতা বজলুর রহমান বাবলু, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ।

 
বিডি-প্রতিদিন/ এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow