Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জুন, ২০১৬ ১১:০৮
আপডেট :
গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক
গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি দ্রুতগামী বাসের চাপায় ইলিয়াস হোসেন (২৪) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক।

নিহত ইলিয়াস হোসেন ময়মনসিংহের মুক্তাগাছা থানার দড়িজয়পুর গ্রামের দিল মাহমুদের ছেলে। তিনি বোর্ডবাজার এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন।

এসআই মো. মোজাম্মেল হক জানান, সকাল সাড়ে ৭টার দিকে বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কারখানায় যাওয়ার সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।    

মরেদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow