Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৩ জুন, ২০১৬ ১৬:২৩
আপডেট :
চট্টগ্রামে সাঁড়াশি অভিযানে আটক ২২৩
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সাঁড়াশি অভিযানে আটক ২২৩

চট্টগ্রামে পুলিশের সাঁড়াশি অভিযান শুরুর তৃতীয় দিনে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীসহ ২২৩ জনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত টানা অভিযানে তাদের আটক করা হয়। তবে এর মধ্যে কাউকে জঙ্গি সম্পৃক্ততায় আটক করা হয়নি বলে জানা যায়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ বলেন, গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে পরিচালিত অভিযানে বিভিন্ন উপজেলা থেকে মোট ২২৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আছে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৯১ ও নিয়মিত মামলার ৮ জন আসামি। তবে মধ্যে জঙ্গি সম্পৃক্ততায় কাউকে আটক করা হয়নি। আটককৃতদের যাচাই-বাচাই চলছে।
 


বিডি-প্রতিদিন/ ১৩ জুন, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow