Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুন, ২০১৬ ১৪:৫৯
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৫:২৫
ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়
অনলাইন ডেস্ক
ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়
ফাইল ছবি

প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ধর্ম সচিব মো. আব্দুল জলিল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এবার বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত হবে। নারীদের জন্যও ঈদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রাখা হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই রোজার ঈদ হতে পারে।

সভায় জানানো হয়, বিদেশি রাষ্টদূত ও কূটনৈতিকদের ঈদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে। জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।

স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, গণপূর্ত অধিদপ্তর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow