Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ জুন, ২০১৬ ১১:৫৫
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১২:০০
চট্টগ্রামে সাঁড়াশি অভিযানে আটক ২৮২
অনলাইন ডেস্ক
চট্টগ্রামে সাঁড়াশি অভিযানে আটক ২৮২

চট্টগ্রামে পঞ্চম দিনের মত সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীসহ ২৮২ জনকে আটক করেছে পুলিশ।  এসময় দুটি দেশীয় তৈরী বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  

মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত টানা অভিযানে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।  

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় অভিযানে বিভিন্ন উপজেলা থেকে মোট ২০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের ৮ নেতা-কর্মী রয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৬৩ ও  নিয়মিত মামলার ১৬ জন আসামিরাও রয়েছেন। এসময় দেশীয় তৈরী বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ, ২৪ লিটার চোলাই মদ, ৩ কেজি গাঁজা ও ২ হাজার ৫২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৬/হিমেল-০৮

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow