Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ জুন, ২০১৬ ১৯:৫৮
আপডেট : ১৬ জুন, ২০১৬ ২০:৪৩
'বর্তমান সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে'
অনলাইন ডেস্ক
'বর্তমান সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে'

বর্তমান সরকারকে ব্যর্থ, অথর্ব, অযোগ্য ও খুনি হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী কাজ করছে, যা জনগণ অনেক কিছু জানতে পারছে না। ’

রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপির এ ইফতার মাহফিলে যোগ দেন খালেদা জিয়া।

ইফতার-পূর্ব মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের যে অবস্থা, এতে নতুন করে তেমন কিছু বলার নেই। সরকার দেশকে পুরোপুরি কারাগারে পরিণত করেছে। এ পর্যান্ত ১২ হাজারের অধিক গ্রেফতার করেছে। এর মধ্যে ২ হাজার ৭শ’র বেশি বিএনপির নেতাকর্মী।

খালেদা জিয়া বলেন, ছাত্রলীগ অবাধে অস্ত্র নিয়ে ঘুরলেও তাদের ধরা হয় না। সম্প্রতি ছাত্রলীগের এক নেতা অস্ত্র নিয়ে ধরা পড়লেও তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কাউকে অস্ত্রসহ ধরা হলে রিমান্ডে নেওয়া দূরের কথা, জেলে নিয়ে তার কয়েকদিন পর জামিনে ছেড়ে দেয়। অথচ অপরাধ না করলেও বিএনপি নেতাকর্মীদের ধরে জেলে নেওয়া হয়, জামিন হলেও আবার জেলগেট থেকে তাদের আটক করা হয়।

এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ বীর প্রতীকের সভাপতিত্বে মূল মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন―এলডিপি মহাসচিব ড. রেজোয়ান আহমেদ, জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হালিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জাতীয় গণতানন্ত্রিক পার্টির (জাগপা) শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম, খেলাফত মজলিসের নায়েবে আমির মজিবুর রহমান পেশওয়ারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আমমেদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবীব লিংকন প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন―আবদুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল হালিম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ১৬ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow