Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১৮ জুন, ২০১৬ ০৯:৫০
গাজীপুরে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
অনলাইন ডেস্ক
গাজীপুরে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন খান জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পরনে সবুজ রংয়ের শাড়ি ছিল।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow