Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ জুন, ২০১৬ ২০:৩১
আপডেট : ১৮ জুন, ২০১৬ ২০:৩২
'গুপ্তহত্যা ইসলাম সমর্থন করে না'
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
'গুপ্তহত্যা ইসলাম সমর্থন করে না'

গুপ্তহত্যাকে ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা জানেন তিনি।

বাবুনগরী বলেন, ইসলামে গুপ্তহত্যা, অতর্কিত সন্ত্রাসী হামলা, গুম, খুন, বৃদ্ধ, নারী ও শিশু হত্যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোন ধরনের হত্যা ইসলাম সমর্থন করে না। তাই যারা জুলুম-অত্যাচার করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

দেশের সিরিজ টার্গেট কিলিং নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকান্ডের ঘটনা ঘটছে। হত্যাকান্ডের শিকার হয়েছে দেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের কয়েকজন লোক। বাংলাদেশে সব সম্প্রদায়ের লোকজন মিলেমিশে বাস করছি। মানুষ হিসেবে আমরা সবাই ভাইভাই। কিন্তু একটি গোষ্ঠী পাঠ্যপুস্তক থেকে ইসলামী ভাবধারার লেখা বাদ দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সরওয়ার কামাল আজিজি, মুনির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow