Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ জুন, ২০১৬ ১০:০৪
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১০:৫৪
রেলের অগ্রিম টিকিট নিতে কমলাপুরে মানুষের ভীড়
নিজস্ব প্রতিবেদক
রেলের অগ্রিম টিকিট নিতে কমলাপুরে মানুষের ভীড়

ট্রেনের অগ্রিম টিকিট নিতে বৃহস্পতিবার (২৩ জুন)দ্বিতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভীড় করেছে শত শত মানুষ। এদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। চাহিদা অনুযায়ী টিকিট থাকা পর্যন্ত যাত্রীদের তা দেওয়া হবে বলে স্টেশন সূত্রে জানা গেছে। এদিন ২ জুলাইয়ের বিভিন্ন গন্তব্যের টিকিট দেওয়া হচ্ছে।

লাইনে অপেক্ষমান যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই টিকিট পেতে সেহরির সময় লাইনে এসে দাঁড়িয়েছেন। কেউ কেউ আবার রাত কাটিয়েছেন রেলস্টেশনে।

আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে যাত্রীদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।

গত ১৫ জুন সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এবং ঢাকা ফেরার জন্য ০১ থেকে ০৫ জুলাই পর্যন্ত ঈদের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান।

৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও খুলনা থেকে বিক্রি হবে ঈদের ফিরতি টিকিট।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow