Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ জুন, ২০১৬ ১৪:৪১
আপডেট :
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বিদেশিসহ আহত ২৫
অনলাইন ডেস্ক
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বিদেশিসহ আহত ২৫

চট্টগ্রাম নগরীতে পোশাক শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাস ও ছোট বাসের ত্রিমুখী সংঘর্ষে চার বিদেশিসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে বন্দর থানার কাস্টমস ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানা সূত্রে জানা যায়, কর্ণফুলী ইপিজেডের ‘হংকং ডেনিম প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিক বহনকারী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ছোট বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এসময় মাইক্রোবাস ও ছোট বাসটি রাস্তার দু্ই পাশে পড়ে যাওয়ার পার বাসটিও রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এঘটনায় মাইক্রোবাসে থাকা ৪ বিদেশীসহ ২৫ জন আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো হামিদ জানান, আহতাবস্থায় ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।


বিডি প্রতিদিন/২৪ জুন ২০১৬/হিমেল-০২

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow