২৫ জুন, ২০১৬ ১৬:৩৭

জিজ্ঞাসাবাদের পর বাসায় ফিরলেন বাবুল আক্তার

অনলাইন ডেস্ক

জিজ্ঞাসাবাদের পর বাসায় ফিরলেন বাবুল আক্তার

মিতু হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর নিরাপত্তায় জিজ্ঞাসাবাদের পর বাসায় ফিরেছেন স্বামী এসপি বাবুল আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। এর আগে শুক্রবার গভীর রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় শ্বশুরের বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম এসপি বাবুল আক্তারকে নিয়ে যান বলে প্রাথমিক সূত্র জানায়। পরে রাত আড়াইটার দিকে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে, চট্টগ্রাম নগর পুলিশের দুজন শীর্ষ কর্মকর্তা এবং তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত এক সপ্তাহে মিতু হত্যাকাণ্ডে অংশ নেওয়া চারজনের প্রত্যেককে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক চারজনের মধ্যে দু'জনই বাবুল আক্তারের সোর্স।   সূত্র জানায়, আটকের পর চারজনের আলাদা আলাদা করে জবানবন্দিও নেওয়া হয়। ওই জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করেন।

 

বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর