২৭ জুন, ২০১৬ ১৯:৫০

'অসহায়-দরিদ্র মানুষের বিচার নিশ্চিত করছে লিগ্যাল এইড'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

'অসহায়-দরিদ্র মানুষের বিচার নিশ্চিত করছে লিগ্যাল এইড'

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা বলেছেন, সমাজের অসহায়, দরিদ্র মানুষের বিচার অধিকার নিশ্চিত করছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড)। আদালতে মামলা জট হ্রাসকল্পে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা-২০১৫ প্রণয়ন করে। এর মাধ্যমে লিগ্যাল এইড অফিসকে একটি এডিআর কর্ণার হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। তাছাড়া এ বিধিমালার আওতায় জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১০৪টি বিরোধ বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়। চলতি বছর ১৭৫টি বিরোধ আপস-মিমাংসার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বাস্তবায়িত ‘সরকারি আইনি সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান’ প্রকল্পের আওতায় সোমাবার দুপুরে ‘সরকারি আইনি সহায়তা কার্যক্রমে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি প্রয়োগ : সাফল্য ও সম্ভাবনা’ শীর্ষক জনসচেতনতামূলক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সি মো. মশিয়ার রহমান, অতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল আলম মো. নিপু, যুগ্ম মহানগর দায়রা জজ মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, এডিসি প্রসিকিউশন নির্মলেন্দু চক্রবর্তী, চমেক হাসপাতালের ফরেসসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডা. সৈয়দ মো. কাসেম, ডেপুটি সিভিল সার্জন ডা. অজয় কুমার দে, সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু প্রমূখ।

চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা আরো বলেন, লিগ্যাল এইড এডিআরের সুফল ভোগ করছে বিচার প্রার্থীজনগণ। গত ২০১৫ সালে ১৪২৪ জন অসহায় দরিদ্র মানুষের আবেদনের প্রেক্ষিতে আইনগত সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ফৌজদারি ২১০টি, দেওয়ানী ৬টি, পারিবারিক ৫টি মামলা নিষ্পত্তি হয়। চলতি বছরের মে পর্যন্ত সময়ে ৮৫৭টি মামলায় আইনগত সহায়তা প্রদান সহ লিগ্যাল এইডের সহায়তায় পরিচালিত ২০৩টি মামলা নিষ্পত্তি করা হয়। চলতি বছরের মে পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন আদালতে লিগ্যাল এইড অফিসের সহায়তায় ৪ হাজার ৩০৬টি মামলা বিচারাধীন।

বিডি-প্রতিদিন/ ২৭ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর