২৭ জুন, ২০১৬ ২০:৫৮

শাহজালালে দেড় কোটি টাকার সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক

শাহজালালে দেড় কোটি টাকার সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকার প্রায় তিন লাখ শলাকা আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার দুপুরে এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারফ্রেইটের ক্যানপি জিরো এলাকায় অন্যান্য পণ্যের আড়ালে লুকানো অবস্থায় এসব সিগারেট জব্দ করা হয়।
 
এয়ারওয়ে বিল নম্বর ৬০৭১২৪২৮৩৪২-এ ১০টি ও ৬০৭১৩৪২৮৩৮২-এ ২টিসহ মোট ১২টি মাস্টার কার্টনে এসব সিগারেট প্যাকিং করা ছিল।
 
এতে ১ হাজার ৪২৮ মিনি কার্টনে (প্রতি কার্টনে ২০০ শলাকা) মোট ২ লাখ ৮৬ হাজার শলাকার সিগারেট পাওয়া গেছে।
 
জব্দকৃত সিগারেটের মধ্যে ১ হাজার ৪০ মিনি কার্টন বেনসন, ৬৯১ কার্টন ডানহিল রয়েছে। এসব সিগারেটের মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
 
ড. মইনুল খান জানান, ২৬ জুন রাত ৮টায় এসব সিগারেট আবুধাবি থেকে দেশে এসেছে। প্রথম চালানটি কেকেআর নামে ও পরের চালানটি নামবিহীন অবস্থায় পাওয়া যায়।
 
কেকেআর এর মোবাইল নম্বর ০১৮১৮৬২৬৬৯৮ লেখা থাকলেও তা বন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চোরাকারবারীরা প্রকৃত ঠিকানা ব্যবহার করেনি।
 
তদন্ত করে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানান ড. মইনুল খান।

বিডি-প্রতিদিন/ ২৭ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর