২৭ জুন, ২০১৬ ২১:২২

বরিশালে পালিয়ে যাওয়া আসামির ৪দিন পর আদালতে আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে পালিয়ে যাওয়া আসামির ৪দিন পর আদালতে আত্মসমর্পণ

বরিশাল জেলা জজশীপ আদালতের হাজতখানায় প্রবেশের মুহূর্তে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি শামীম দুয়ারী ৪দিন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছে।

সোমবার বিকেলে বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণরর পর বিচারক রেজোয়ানা আফরিন তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার দুপুরে জজশীপ আদালতের হাজতখানায় প্রবেশ করানোর মুহূর্তে কৌশলে পালিয়ে যায় বাবুগঞ্জের পূর্ব দেহেরগতি গ্রামের নওশের আলী দুয়ারীর ছেলে শামীম দুয়ারী। এর আগে বুধবার রাতে গাঁজাসহ উজিরপুর থানার পুলিশের হাতে আটক হয় সে। ওই ঘটনায় উজিরপুর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। ওই মামলার গ্রেফতার দেখিয়ে গত বৃহস্পতিবার তাকে আদালতে আনা হয়। সেখান থেকে কৌশলে সে পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শামীমকে একমাত্র আসামি করে পুলিশের কর্তব্যকাজে বাধা ও আঘাত করে পালিয়ে যাওয়ার অভিযোগ নগরীর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন উজিরপুর থানার কনস্টেবল বেলায়েত হোসেন। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/ ২৭ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর