২৮ জুন, ২০১৬ ১৮:১৩

অর্থ অাত্মসাৎ মামলায় ওষুধ কোম্পানি কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অর্থ অাত্মসাৎ মামলায় ওষুধ কোম্পানি কর্মকর্তার কারাদণ্ড

বরিশালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাত মামলায় ওষুধ কোম্পানি এডরুক লিমিটেডের সাবেক মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও) মো. আনোয়ার হাওলাদারকে ৩ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত মো. আনোয়ার হাওলাদার ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পেটমানিকা এলাকার আলী আহম্মদের ছেলে। 

বরিশাল জজশিপ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গিয়াসউদ্দিন কাবুল জানান, ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মো. আনোয়ার হাওলাদার ওষুধ কোম্পনী এডরুক লিমিটেডের নগরীর কালীবাড়ী রোডের আঞ্চলিক কার্যালয়ে মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও) পদে কর্মরত ছিলেন। এসময় তিনি ৪ লাখ ৬৮ হাজার ৪শ’ ৬ টাকার ওষুধ বাজারে বিক্রি করে ওই অর্থ আত্মসাৎ করেন। 

এ ঘটনায় ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নেয়ামুল আহসান ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর মো. আনোয়ার হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ৯ জনের মধ্যে ৭ জনের সাক্ষী গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামীর অনুপস্থিতিতে উপরোক্ত রায় ঘোষণা করেন। 

 

বিডি-প্রতিদিন/ ২৮ জুন, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর