Bangladesh Pratidin

প্রকাশ : ২৯ জুন, ২০১৬ ০৮:৫১
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১১:৩০
সাভারে ব্যাংক ডাকাতির এক লাখ টাকাসহ আটক ৫
অনলাইন ডেস্ক
সাভারে ব্যাংক ডাকাতির এক লাখ টাকাসহ আটক ৫

ঢাকার অদূরে সাভারে ব্যাংক ডাকাতির এক লাখ টাকাসহ ৩ ডাকাত ও তাদের আশ্রয় দেয়ার অভিযোগে এক বাড়িওয়ালা ও তার ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাভার ও টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান।

আটককৃত তিন ডাকাত হলেন- আকবর (২৫) আশিক (২৬), সেলিম (৩২)।

এএসপি মাহবুবুর রহমান আরও বলেন, এই ডাকাত দলের প্রধান রবি পলাতক রয়েছেন। আটক সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রবিকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র মতে, মঙ্গলবার দুপুরে লেনদেনের সময় সাভারে সিটি সেন্টারের একটি বেসরকারী ব্যাংকের শাখায় প্রকাশ্য ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকে লুট করে পালাবার সময় হাতেনাতে নগদ এক লাখ টাকাসহ আটক হন আশিক। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও টঙ্গীর হাউজ বিল্ডিং এলাকা থেকে আটক করা হয় ডাকাত দলের সদস্য আকবর ও সেলিমকে।

এছাড়া, তাদের সহযোগী হিসেবে আটক করা হয় বাড়ির মালিক দেওয়ান আব্দুল মান্নান, তার ছেলে মাশিবুর রহমান। তাদেরকে সাভার মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow