Bangladesh Pratidin

প্রকাশ : ৩০ জুন, ২০১৬ ২০:১৪
আপডেট :
আইন কমিশনে খায়রুল হককে পুনর্নিয়োগ
অনলাইন ডেস্ক
আইন কমিশনে খায়রুল হককে পুনর্নিয়োগ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার রায় দেওয়া বিচারপতি এ বি এম খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ দিয়েছে সরকার।

সাবেক এই প্রধান বিচারপতি আগামী তিন বছর এই সংস্থায় দায়িত্ব পালন করবেন, যে সংস্থার কাজ বিদ্যমান আইন সংস্কারের বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া।

এর আগে ২০১৩ সালের ২৩ জুন সরকার তিন বছরের জন্য সাবেক এই প্রধান বিচারপতিকে আইন কমিশনের সপ্তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। পরদিন দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

বৃহস্পতিবার কমিশনের সচিব মো. আলী আকবর বলেন, আইন মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানের পুনঃনিয়োগ সংক্রান্ত চিঠি কমিশনে এসে পৌঁছেছে। তিন বছরের জন্য পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৩ জুলাই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে আগের মতই প্রধান বিচারপতির সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন খায়রুল হক।

বিডি-প্রতিদিন/ ৩০ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow