৩০ জুন, ২০১৬ ২০:৪৬

বাজেটোত্তর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাজেটোত্তর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বাজেট পাসের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাজেটের পর নৈশভোজের রেওয়াজ থাকলেও রোজা হওয়ায় এবার বাজেট পাসের পর অর্থ মন্ত্রণালয় ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার বাজেট পাস হওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্পিকারের অনুমতি নিয়ে দাঁড়িয়ে সংসদ সদস্যদের সবাইকে ইফতারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

ইফতারে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/ ৩০ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর