Bangladesh Pratidin

প্রকাশ : ১ জুলাই, ২০১৬ ১৯:৫১
আপডেট :
বরিশালে খাল রক্ষার দাবিতে চিত্রাংকন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালে খাল রক্ষার দাবিতে চিত্রাংকন প্রতিযোগিতা

বরিশালের ঐতিহ্যবাহী জেল খাল রক্ষায় ‘কালের সাক্ষী আমরাও’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেল খালের নাজিরপুল এলাকায় ‘স্বপ্নের জেল খাল’ বিষয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত দুই গ্রুপে ২০ প্রতিযোগী অংশ নেয়।  

পরে ‘সম্মিলিত নদী রক্ষা কমিটি’ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ। বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, শুভংকর চক্রবর্তী, লিংকন বায়েন, ওবায়দুল হক মাসুম, রফিকুল আলম ও সুশান্ত ঘোষ প্রমুখ।  

বক্তারা বলেন, এক সময়ে বরিশালে ২২টি খাল প্রবাহমান থাকলেও বর্তমানে ৩টি খালের কোনরকম অস্তিত্ব রয়েছে। কিন্তু তাও দখল-দুষনে হারিয়ে যাওয়ার উপক্রম। বক্তারা অবিলম্বে খাল খনন, দুই পাড়ে ওয়াকওয়ে সহ এর সৌন্দর্য্য বর্ধনের দাবি জানান। পরে দুই গ্রুপের ৬ বিজয়ীর মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।


বিডি প্রতিদিন/০১ জুলাই ২০১৬/হিমেল-১৮

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow