Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : ১২ জুলাই, ২০১৬ ১৬:২৪
আপডেট :
সুরমায় নিখোঁজ কলেজ শিক্ষক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সুরমায় নিখোঁজ কলেজ শিক্ষক

সিলেটে খেয়া পারাপারের সময় নৌকা থেকে পড়ে সুরমা নদীতে নিখোঁজ হয়েছেন এক কলেজ শিক্ষক। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কাজিরবাজার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ হায়দার আলী (৫০) সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের প্রধান।  

জানা যায়, হায়দার আলী নগরীর কুয়ারপাড়ের বাসা থেকে পলিটেকনিক ইন্সটিটিউটে যাওয়ার জন্য বের হন। সুরমা নদী পার হওয়ার সময় তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল হালিম জানিয়েছেন নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।


বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow