Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১০:০৯
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১০:৪৩
শিশু সানজিদার খোঁজে ফের উদ্ধার অভিযান শুরু
অনলাইন ডেস্ক
শিশু সানজিদার খোঁজে ফের উদ্ধার অভিযান শুরু

রাজধানীর মহাখালীর বাসস্ট্যান্ডের পাশে ডোবায় পড়ে যাওয়া শিশু সানজিদার (৬) খোঁজে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল থেকে এ উদ্ধার অভিযান শুরু করা হয়।

এর আগে, বুধবার বিকাল থেকে টানা ৯ ঘণ্টা চেষ্টা করেও সানজিদার কোনো খোঁজ না পেয়ে বুধবার রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার অভিযান স্থগিতের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, বুধবার দুপুরে বাড়ির পাশে অন্য শিশুর সঙ্গে খেলতে গিয়ে ময়লাযুক্ত ওই ডোবায় তলিয়ে যায় শিশু সানজিদা। মহাখালী বাস টার্মিনালের পেছনে থাকা ওই ডোবাটি নিকুঞ্জ হয়ে সরাসরি হাতিরঝিলে গিয়ে পড়েছে বলেও জানায় এলাকাবাসী।

বিডি-প্রতিদিন/১৪ জুলাই, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow