Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১২:৫৫
আপডেট :
শফিক রেহমানের জামিনের বিষয়ে আদেশ রবিবার
অনলাইন ডেস্ক
শফিক রেহমানের জামিনের বিষয়ে আদেশ রবিবার
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় হাইকোর্টের জামিন আদেশ খারিজের বিরুদ্ধে সাংবাদিক শফিক রেহমানের করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক, খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে, হাইকোর্টের জামিন আবেদন খারিজ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন সাংবাদিক শফিক রেহমান। পরে ২৯ জুন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আবেদনের ওপর শুনানির জন্য ১৪ জুলাই দিন ধার্য করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। সে অনুযায়ী বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসে।

গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে আটকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টার পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে দু’দফায় ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ মামলায় শফিক রেহমানের জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে ২৫ মে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরদ্ধে লিভ টু আপিল করলেন তিনি।

বিডি-প্রতিদিন/১৪ জুলাই, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow