Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ জুলাই, ২০১৬ ১৭:১২
আপডেট :
বাগমারায় জেএমবি সদস্য ও শিবির নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাগমারায় জেএমবি সদস্য ও শিবির নেতাকর্মী আটক

রাজশাহীর বাগমারা উপজেলায় আলাদা অভিযান চালিয়ে এক জেএমবি সদস্য ও দুই শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক  হয়।  

আটককৃতরা হলেন: রাজশাহীর বাগমারা উপজেলার পলাশী গ্রামের জেএমবি সদস্য মামুন মহুরী (৪৮), বাগমারা উপজেলা শিবিরের সাবেক সভাপতি কোরবান আলী (২৬) ও দুর্গাপুর উপজেলার ইসসুফপুর গ্রামের শিবিরকর্মী শফিকুল ইসলাম (২৭)।  

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মামুন মহুরীকে পলাশী গ্রামে অভিযান চালিয়ে পুুলিশ আটক করে। এছাড়া ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে আরও দু’শিবির কর্মীকে আটক করা হয়।

 

বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow