Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ জুলাই, ২০১৬ ১৭:০৭
আপডেট :
রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নগরীর ৪ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। আর ৪ জন মাদক ব্যবসায়ী। বাকিরা অন্যান্য অভিযোগে গ্রেফতার। তিনি আরও জানান, গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ীর কাছ থেকে চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow