Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ জুলাই, ২০১৬ ১৪:৫৮
আপডেট :
জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাবিতে বুধবার মানববন্ধন
জাবি প্রতিনিধি
জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাবিতে বুধবার মানববন্ধন

সম্প্রতি দেশে সংঘটিত জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। আগামী ২০ জুলাই বুধবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে পালিত হবে এই কর্মসূচি।

জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিগণ অংশগ্রহণ করবেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিডি-প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow