Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ জুলাই, ২০১৬ ১৬:৫২
আপডেট :
ট্রেড লাইসেন্স প্রদানে সিসিক'র 'ওয়ান স্টপ' সার্ভিস
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
ট্রেড লাইসেন্স প্রদানে সিসিক'র 'ওয়ান স্টপ' সার্ভিস

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ১৫ দিনব্যাপী 'ওয়ান স্টপ সার্ভিস- এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে এই সার্ভিসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ র ম রেনু ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ সহজে ও দ্রুত কর আদায়ের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের চালুকৃত ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, সেবাকে জনবান্ধবমুখী করে মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয়।

বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow