Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ জুলাই, ২০১৬ ১৯:৩২
আপডেট : ১৮ জুলাই, ২০১৬ ২০:০৮
নর্থ সাউথের প্রো-ভিসি অধ্যাপক গিয়াস সাময়িক বরখাস্ত
অনলাইন ডেস্ক
নর্থ সাউথের প্রো-ভিসি অধ্যাপক গিয়াস সাময়িক বরখাস্ত

গুলশানের ক্যাফেতে হামলাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য গিয়াস উদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত শনিবার বিকালে গিয়াস উদ্দিনসহ তিনজনকে আটক করা হয়। আটক অপর দু'জন হলেন গিয়াস উদ্দিনের ভাগনে আলম চৌধুরী এবং ওই ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন। গুলশানে হামলাকারীদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপন রাখার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রবিবার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow