Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২২ জুলাই, ২০১৬ ১১:০৭
আপডেট : ২২ জুলাই, ২০১৬ ১৪:৫৫
সুয়ারেজ লাইনে পড়া শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
সুয়ারেজ লাইনে পড়া শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার

মিরপুরের সুয়ারেজ লাইন থেকে শিশু সাব্বিরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকেলে খেলাধুলার সময় মিরপুর কমার্স কলেজের পেছনে স্যুয়ারেজ লাইনে পড়ে নিখোঁজ হয় শিশু জুনায়েদ হোসেন সাব্বির (৪)।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে উদ্ধার অভিযানে নামে। বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে শিশুটিকে না পেয়ে উদ্ধার অভিযান সকাল পর্যন্ত স্থগিত করা হয়। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ফের উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অবশেষে প্রায় ১৯ ঘণ্টা পর পাওয়া গেল সাব্বিরের মরদেহ।

এ নিয়ে নয় দিনের ব্যবধানে রাজধানীর পরিত্যক্ত ডোবা ও সুয়ারেজ লাইনে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটলো। এর আগে গত ১৩ জুলাই দুপুরে ড্রেনের পাশে খেলতে গিয়ে পরিত্যাক্ত ডোবায় পড়ে যায় ভ্যানচালক শাহ আলম ও গৃহবধূ রুবি আক্তারে ছোট মেয়ে সানজিদা। ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow