Bangladesh Pratidin

প্রকাশ : ২২ জুলাই, ২০১৬ ১৪:৫৫
আপডেট :
তারেক জিয়ার সাজা কার্যকরের দাবিতে জাবিতে ছাত্রলীগের মিছিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
তারেক জিয়ার সাজা কার্যকরের দাবিতে জাবিতে ছাত্রলীগের মিছিল

অর্থ-পাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার সাজা কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বর থেকে শুক্রবার সকাল ১১ টায় শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মীর অংশগ্রহণে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি নতুন কলা ভবন ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি অবিলম্বে তারেক জিয়াকে ইংল্যান্ড থেকে দেশে ফিরিয়ে এনে তার উপর আরোপিত ৭ বছরের জেল এবং ২০ কোটি টাকা জরিমানার সাজা কার্যকরের দাবি জানান। এছাড়া সম্প্রতি দেশব্যাপী  সংঘটিত সন্ত্রাসী ও জঙ্গী হামলার নিন্দা জানিয়ে জঙ্গী হামলা নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, আল-আমিন সেতু, সহ-সভাপতি শুভাষিশ কুন্ডু টনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন, উপ-তথ্য বিষয়ক সম্পাদক জুয়েল রানা, সহ-সম্পাদক তানভীর হাসান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, শহীদ রফিক-জব্বার হল সভাপতি নওশাদ আলম অনিক, জাহানারা ইমাম হল সভাপতি আজরীন ফাতেমা, আফম কামাল উদ্দিন হল সাধারণ সম্পাদক এনামুল হক ভূঁইয়া নোলক, ছাত্রলীগ নেতা সিফাত, সুমন, প্রত্যয়, শামীম, প্রমুখ।
               


বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৬/হিমেল-০৪

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow