Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৩ জুলাই, ২০১৬ ১৮:১৩
আপডেট :
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১

রাজশাহীতে অভিযান চালিয়ে ১৬ জামায়াত-শিবির কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত জামায়াত-শিবির কর্মীদের পাঁচ জনের নাম-পরিচয় জানিয়েছে নগর পুলিশ। এরা হলেন, নগরীর আলীগঞ্জ বাগানপাড়ার শাহ আলম (৩৮), কোর্ট বুলনপুরের দুইসহোদর খাইরুল ইসলাম বিপ্লব (৩২) ও আখেরুল ইসলাম লিপন (৩০), নগরীর হেতেম খাঁর আবুল কালাম আজাদ (৬০), চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর দক্ষিন ইসলামপুরের তৌহিদুর রহমান (২২)।  

এ ব্যাপারে মহানগর পুলিশের মুখাপাত্র ইফতেখায়ের আলম জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় নগর পুলিশের বিভিন্ন ইউনিট। ওই অভিযানে ওই ১৬ জামায়াত-শিবির কর্মীসহ ৪১ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ১৪ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া এ অভিযানে ২৫ পিস ইয়াবা এবং ৮০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/ ২৩ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow