Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ জুলাই, ২০১৬ ২০:৩০
আপডেট :
শাবির প্রথম উপাচার্য ড. ছদরুদ্দিনের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
শাবির প্রথম উপাচার্য ড. ছদরুদ্দিনের ইন্তেকাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রথম উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন।

শনিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর প্রথম নামাজে জানাজা আজ রবিবার সকাল ১০টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দ্বিতীয় জানাজা সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বিডি প্রতিদিন/ ২৩ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow