২৪ জুলাই, ২০১৬ ১৫:৫৯

উল্টোপথে চলায় ৩২০ গাড়ির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

উল্টোপথে চলায় ৩২০ গাড়ির বিরুদ্ধে মামলা

রাজধানীতে উল্টোপথে গাড়ি চালানোর দায়ে ৩২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার দিনব্যাপী অভিযানে মামলাগুলো করা হয়েছে বলে আজ ডিএমপি সূত্রে জানা গেছে।

 
জানা যায়, ট্রাফিক বিভাগের অভিযানে শনিবার রাজধানীতে মোট ৩ হাজার ৪৭২টি মামলা দায়ের করা হয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার অভিযোগ ছিল। দায়ের করা এসব মামলায় ডিএমপির পক্ষে মোট ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৬/হিমেল-২১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর