শিরোনাম
২৫ জুলাই, ২০১৬ ১৬:৫৬

রাজশাহীতে ১০ হাজার বৃক্ষরোপণ করবে কেন্দ্রীয় কিশোর পাঠাগার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে ১০ হাজার বৃক্ষরোপণ করবে কেন্দ্রীয় কিশোর পাঠাগার

বিশ্বের শহরগুলোর মধ্যে রাজশাহীর বাতাসে মানুষের জন্য ক্ষতিকর ধুলিকণা দ্রুত কমিয়ে আনছে। আর এ সফলতা এনে দিয়েছে সবুজায়ন।

সম্প্রতি জাতিসংঘের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান এ তথ্য প্রকাশ করেছে।

এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কিশোর পাঠাগার রাজশাহী মহানগরীতে ১০ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। সেই লক্ষ্য সোমবার হাউজিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০০ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেছে।

সোমবার দুপুর ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ। কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলীর সভাপতিত্বে এ সময় এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শহিদ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ ২৫ জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর