২৬ জুলাই, ২০১৬ ১৮:৩৬
জঙ্গিযোগের অভিযোগে গ্রেফতার

ইডেন কলেজের ৫ ছাত্রী রিমান্ডে

অনলাইন ডেস্ক

ইডেন কলেজের ৫ ছাত্রী রিমান্ডে

জঙ্গিযোগের অভিযোগে গ্রেফতার হওয়া ইডেন কলেজের পাঁচ ছাত্রীকে তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার ঢাকার মহানগর আদালতে লালবাগ থানার উপপরিদর্শক মিজানুর রহমান গ্রেফতার হওয়া ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। খবর বিডি নিউজের। 

আজ বুধবার শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার তিনদিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

গত সোমবার ইডেন কলেজের হোস্টেল থেকে জঙ্গিযোগের অভিযোগে পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশ। তারা হলেন: ইডেন কলেজের রসায়ন বিভাগের ছাত্রী সাবিহা আফরিন সীমা (২৩), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী মোসাম্মত উম্মে সালমা রুমা (২৩), সমাজকর্ম বিভাগের ছাত্রী মাকসুদা খাতুন (২২), ইংরেজি বিভাগের ছাত্রী নাসরিন সুলতানা (২৪) এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ফৌজি আক্তার (২২)।

পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন লালবাগ থানার উপপরিদর্শক মিজানুর রহমান। গ্রেফতার হওয়া ছাত্রীদের প্রত্যেকেই ইসলামী ছাত্রী সংস্থার সদস্য বলে থানা সূত্রে খবর। তাদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। 

 

বিডি-প্রতিদিন/ ২৬ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর