২৬ জুলাই, ২০১৬ ২২:৩১

গুলশানে জঙ্গি হামলায় দুই সাক্ষীর জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক

গুলশানে জঙ্গি হামলায় দুই সাক্ষীর জবানবন্দি

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার দুই সাক্ষীকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম সাক্ষী সত্য প্রকাশ ও মহানগর হাকিম আহসান হাবীব অপর সাক্ষী শাহীনের জবানবন্দি রেকর্ড করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। 

এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা। 

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর