২৬ জুলাই, ২০১৬ ২৩:১৩

চট্টগ্রামে সরকারি ২৯ দপ্তরে পরিচয়পত্র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে সরকারি ২৯ দপ্তরে পরিচয়পত্র

দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা জোরদার করার স্বার্থে চট্টগ্রামের আগ্রাবাদের সরকারি কার্যভবনে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারিদের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারি কার্যভবন-১ ও সরকারি কার্যভবন-২ এ আয়কর বিভাগ, দুদক, সামুদ্রিক মৎস্য দপ্তরসহ ২৯ টি সরকারি কার্যালয়ে এসব পরিচত্রপত্র ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। মঙ্গলবার আয়কর বিভাগের সম্মেলন কক্ষে বিভিন্ন কার্যালয়ের প্রতিনিধিদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
সভায় সরকারি কার্যভবন দুটিতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি বা আর্চওয়ে স্থাপন, নিরাপত্তা প্রহরীদের প্রশিক্ষণ, প্রতিটি সরকারি কার্যালয়ের একজনকে নিরাপত্তার দায়িত্ব প্রদান, ভবনের চারপাশের প্রাচীর উঁচু করা, পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি লাগানো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তার জন্যে অবহিতকরণ, দুটি ভবনের আশপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে। সভায় সরকারি কার্যভবন-২ এর পুরোনো লিফটটি প্রায়ই বিকল হয়ে পড়ায় উদ্বেগ জানানো হয়।
গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সজল বিশ্বাস, কর কমিশনার প্রদুুৎ কুমার সরকার ও অপূর্ব কান্তি দাস, অতিরিক্ত কর কমিশনার বজলুল কবির ভূঁইয়া, সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন এবং দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শাহরিয়ার জামিল প্রমুখ।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর