২৭ জুলাই, ২০১৬ ২০:৪৬

চট্টগ্রামে রেল শ্রমিক লীগের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে রেল শ্রমিক লীগের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

দেশব্যাপী চলমান জঙ্গি-সন্ত্রাসবাদ ও ধর্মান্ধতার প্রতিবাদে রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামে জঙ্গি বিরোধী মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার বিকালে টাইগারপাস মোড়ে অনুষ্টিত মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সিরাজ উল্লাহ, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমেদ মানিক, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, শ্রমিক লীগ নেতা কামাল পারভেজ বাদল, যুবলীগ নেতা আবু সাঈদ সুমন, নওফেল আহমেদ, হাবিবুল্লাহ ভাস্কর, আজমল হোসেন হিরু।

উক্ত জঙ্গি বিরোধী মানববন্ধনে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বাংলাদেশ যখন অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই মানবতা বিরোধী একটি গোষ্টি বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি তথা বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য জঙ্গি হামলা করে নিরীহ মানুষকে হত্যা করছে। বাংলাদেশে জঙ্গিদের ঠাঁই নেই। ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে জঙ্গিদের কঠোর ভাবে দমন করছেন।

এসময় আরও বক্তব্য রাখেন বিভিন্ন শাখার রেল শ্রমিক লীগ নেতা সি আর বি শাখার সাধারণ সম্পাদক গাজী মোঃ জাকারিয়া,  লক্ষ্মন চন্দ্র কাচু, মোঃ রফিক, আব্দুল করিম, শহিদুল ইসলাম, ফজলুল করিম, গাজী তাহের উদ্দিন নকি, কামাল পারভেজ বাদল, সালেহ আহাম্মদ, সাজ্জাদ হোসেন সুজন, মোঃ মহসিন তালুকদার, জামাল হক, আবু বক্কর সিদ্দিক (বাবুল), গাজী মোঃ শাহাজাহান, শফিকুল ইসলাম, শেখ জামাল আহাম্মদ, মোঃ আমিনুল ইসলাম রিয়াজ, অলি উল্লাহ সুমন, আরিফুর রহমান ভূঁইয়া, মোঃ মামুনুল হক মামুন, জসিম উদ্দিন, মিজানুর রহমান, অলিউর রহমান অলি, মামুনুর রশিদ, জহিরুল ইসলাম, মাহমুদুল হাসান মামুন, নাজিম উদ্দিন আজমল, সাঈদ খোকন, এমরান হোসেন, পেয়ার আহম্মদ ভূঁইয়া, শওকত আলী, রাইসুল ইসলাম, মশিউর রহমান, অর্জন দাশ প্রমুখ।

বিডি প্রতিদিন/ ২৭  জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর