২৭ জুলাই, ২০১৬ ২২:৫৬

'মানুষের মনে শান্তি নেই'

অনলাইন ডেস্ক

'মানুষের মনে শান্তি নেই'

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, সারাদেশে যা ঘটছে, মানুষের মনে শান্তি নেই। সকলের সমবেত প্রচেষ্টায় শান্তি ফিরিয়ে আনা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জাতির জনকের কন্যা। আপনিই পারবেন দেশে শান্তি ফিরিয়ে আনতে।

বুধবার জাতীয় সংসদের ১১তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে কোনো আইএস নেই। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এই জঙ্গি হামলা। গুলশানে হামলার লক্ষ্যই ছিল বিদেশিদের হত্যা করা। সেখানে ৭ জন জাপানি ও ৯ জন ইতালিয়ানকে হত্যা করা হয়েছে।

রওশন এরশাদ বলেন, আগে মনে করা হতো মাদরাসা ছাত্ররা সন্ত্রাসী-জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত। এখন দেখা গেল উচ্চবিত্ত পরিবারের উচ্চশিক্ষিত ছেলেরাও এসবে জড়িত হচ্ছে। এটা দুঃখজনক।

বিডি প্রতিদিন/ ২৭  জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর