২৮ জুলাই, ২০১৬ ১৯:৪৫

চসিকের ভেজাল বিরোধী অভিযানে ৮ হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চসিকের ভেজাল বিরোধী অভিযানে ৮ হোটেলকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জেজাল বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি, পরিবেশন, খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, খুচরা মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে নগরীর ৮ হোটেলকে পৌনে দুই লাখ টাকা জরিমানা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চসিক সূত্রে জানা যায়, অভিযানে মাঝিরঘাট সড়কের কর্ণফুলী হোটেলকে ১০ হাজার টাকা, জনতা বেকারিকে ৩০ হাজার টাকা, স্ট্র্যান্ড রোডের ক্যাফে নেওয়াজকে ২০ হাজার টাকা, কবি নজরুল ইসলাম সড়কের মোহাম্মদীয়া হোটেলকে ৩০ হাজার টাকা, মদিনা হোটেলকে ৩০ ত্রিশ হাজার টাকা এবং মাঝিরঘাট সড়কের স্টার হোটেলকে ১০ হাজার টাকা, ডিটি রোডের আবরার হোটেলকে ১০ হাজার টাকা, সদরঘাট সড়কের মুনস্টার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড় বায়েজিদ বোস্তামি থানার নয়াহাট সংলগ্ন অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের পাশে চসিকের নর্দমায় বালু ফেলে ভরাট করার অপরাধে জলধারা সংরক্ষণ আইনে জামান প্রপার্টি ডেভেলপমেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর