২৮ জুলাই, ২০১৬ ২২:০৮

হিযবুত তাহরীরের আটক তিনজন দুইদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

হিযবুত তাহরীরের আটক তিনজন দুইদিনের রিমান্ডে

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের গ্রেফতার হওয়া তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী তিনজনকে রিমান্ডে নেয়ার অনুমতি দেন। এর আগে গত বুধবার রাতে গ্রেফতার তিন সদস্যের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসিব খান বাদি হয়ে একটি মামলা (৬০/১৬) দায়ের করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, হিযবুত তাহরীরের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতদিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম মার্কেট এলাকায় হিযবুতের প্রচারপত্র বিলির সময় তাদের আটক করা হয়। আটক তিনজন হল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী মো. ঈসমাইল (২৫), বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এমবিএর শিক্ষার্থী নাজমুল হুদা (২৫) ও সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষার্থী মো. আমিরুজ্জামান পারভেজ (৩৭)।

বিডি প্রতিদিন/ ২৮  জুলাই ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর