২৩ আগস্ট, ২০১৬ ১৯:১৪

ছাত্রলীগকে 'স্বাধীনতা পদক' দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগকে 'স্বাধীনতা পদক' দেওয়ার দাবি

বাংলাদেশ ছাত্রলীগকে স্বাধীনতা পদক প্রদানের দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। তিনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। কাজেই যে সংগঠনের হাতে আমাদের পতাকা এসেছে সেই সংগঠন এশিয়া মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে দেশের রাষ্ট্রীয় সবোর্চ্চ সন্মান ‘স্বাধীনতা পদক’ দিতে হবে। 

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।  

মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। বক্তৃতা করেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদ আল হাসান প্রমুখ। এসময় সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদাসহ কেন্দ্রীয় ও হল শাখার নেতারা উপস্থিত ছিলেন। 

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে যখন ৬ দফা ঘোষণা করেন, তখনও মুখ্য ভুমিকা পালন করে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়েও ছাত্রলীগ অগ্রণী ভুমিকা পালন করে। পরবর্তীতে ৭০’র নির্বাচন সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। সব জায়গায়তেই ছাত্রলীগ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেছে। অন্যদিকে দেশ স্বাধীনতা হওয়ার পর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগই প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে। আজকে সময়ের দাবি-সারা বাংলা ছাত্র সমাজের দাবি বাংলাদেশ ছাত্রলীগকে স্বাধীনতা পদক প্রদান হোক। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করি।    

 

বিডি-প্রতিদিন/ ২৩ আগস্ট, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর