২৪ আগস্ট, ২০১৬ ১১:৫৭

জাবিতে দুই মাসব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাবিতে দুই মাসব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। জাবি সাংবাদিক সমিতির (জাবিসাস) আয়োজনে দুই মাসব্যাপী অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালায়  প্রশিক্ষক হিসেবে থাকবেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত, দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি, দৈনিক প্রথম আলোর ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর, পিটিআই’র বাংলাদেশ ব্যুরো প্রধান আনিসুর রহমান, নিউ এইজ’র ডেপুটি এডিটর ফরিদ আহম্মেদ, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন, এটিএন বাংলার চিফ রিপোর্টার সানাউল হক, জাবির জার্নালিজম এন্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের প্রভাষক সালমা আহমেদ, এনটিভির সিনিয়র রিপোর্টার মুকসিমুল আহসান অপু এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মাহবুব আলম। 

নতুন সাংবাদিক তৈরি ও ক্যাম্পাস রিপোর্টারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান জাবিসাসের সভাপতি বেলাল হোসাইন রাহাত। এছাড়া কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে বলেও জানান তিনি। 


বিডি প্রতিদিন/২৪ আগস্ট ২০১৬/হিমেল-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর