২৪ আগস্ট, ২০১৬ ১২:৩৯

নৌ ধর্মঘটে বরিশালে বন্ধ স্থানীয় রুট

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

নৌ ধর্মঘটে বরিশালে বন্ধ স্থানীয় রুট

ফাইল ছবি

সর্বনিম্ন মজুরী ১০ হাজার টাকা প্রদানসহ ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ। এ কারনে স্থানীয় রুটের যাত্রীবাহি লঞ্চ, মালবাহী কার্গো ও জ্বালানীবাহী অয়েল ট্যাংকার চলাচল বন্ধ থাকলেও ঢাকা-বরিশাল নৌপথের বিলাসবহুল নৌযানগুলো চলছে।  

আজ সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে স্থানীয় ও অভ্যন্তরীন রুটের কোন নৌযান ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে মালবাহী কার্গো ও জ্বালানীবাহী অয়েল ট্যাংকারও। তবে ঢাকা থেকে গত রাতে ছেড়ে আসা বিলাসবহুল নৌযান এমভি পারাবত-১২, এমভি টিপু-৭ ও এমভি সুরভী-৭ যাত্রী নিয়ে আজ ভোরে বরিশাল নদী বন্দরে পৌঁছেছে। 

এদিকে দাবি আদায়ে আজ সকাল ১১টার দিকে বরিশাল নদী বন্দরে একটি সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা। সমাবেশে তারা দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করেন। 

ধর্মঘটি শ্রমিকরা অভিযোগ করেছেন, শ্রমিকদের চাপ প্রয়োগ করে নৌযান চালাতে বাধ্য করছেন মালিকরা। তবে মালিক পক্ষের দাবি যেসব শ্রমিকরা নৌযান চালাচ্ছেন তারা স্বেচ্ছায় কাজে যোগ দিয়েছে।

অপরদিকে নৌ পুলিশ জানিয়েছে, যারা নৌযান চলাচল অব্যাহত রাখতে চায় তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ। 

 

বিডি প্রতিদিন/২৪ আগস্ট ২০১৬/হিমেল-১৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর