২৪ আগস্ট, ২০১৬ ১৬:৪৫

রাবিতে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবিতে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন

২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থীদের ওপর সেনাসদস্যদের নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাবিতে প্রত্যেক বছরের মতো ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালিত হয়েছে।

বুধবার দিনব্যাপী দিবস উপলক্ষে র‌্যালি, সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।  

সকাল সাড়ে ৯টায় রাকসু ভবনের সামনে থেকে র‌্যালি বের করে রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

এছাড়া সিনেট ভবনের সামনে প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক রকিব আহমেদের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম বখশির পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান, রাজশাহী-৩ আসনের এমপি আয়েনউদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রাঞ্জু প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষ্যে দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৮ শিক্ষক ও এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। দুই দিন শিক্ষার্থীদের সঙ্গে পুলিশে সংঘর্ষে অন্তত কয়েকশ আহত হন। এর পর থেকে প্রতিবছর ২৪ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন’ দিবস পালন করা হয়।

বিডি প্রতিদিন/  ২৪ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর