২৫ আগস্ট, ২০১৬ ০৮:২০

শাহজালালে ২৩ কেজি স্বর্ণ আটক

অনলাইন ডেস্ক

শাহজালালে ২৩ কেজি স্বর্ণ আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৩ কেজি স্বর্ণসহ সৈয়দ আতাউল মজিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের এসইউ-৪৪৬ এর ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ আটক করেন বিমানবন্দর কাস্টমস সদস্যরা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি-প্রিভেন্টিভ) এইচ এম আহসান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের যাত্রী মজিদ হুইল চেয়ারে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করে কাস্টমসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। এসময় তার কোমরের ব্যথানাশক বেল্টের ভেতর থেকে ২২৩ পিস সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার বাজার মূল্য আনুমানিক সাড়ে ১১ কোট টাকা।

বিডি প্রতিদিন/  ২৫ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর