২৫ আগস্ট, ২০১৬ ১৪:২৪

চারঘাটে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

চারঘাটে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের কারাদণ্ড

গাঁজা সেবন ও জুয়া খেলার অপরাধে রাজশাহীর চারঘাট থানা এলাকায় ১০ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার গভীর রাতে র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত গঠন করে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অভিযানে গাঁজা সেবনের অপরাধে ছয়জনকে ১৫ দিন করে এবং জুয়া খেলার অপরাধে চারজনকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুস সামাদ।

১৫ দিনের কারাদণ্ড প্রাপ্তরা হলেন, পুঠিয়া উপজেলার রঘুরামপুর এলাকার জমসেদ আলী (৫৩), বানেশ্বর এলাকার রাব্বেল মন্ডল (৫৫), বিড়ালদহ এলাকার শাহাজ উদ্দীন (৩৭), কাজীরপাড়া এলাকার আনসার আলী (৩৫), চারঘাটের মৌগাছি এলাকার আমজাদ আলী (৫০) ও মোক্তারপুর এলাকার রিপন আলী (২২)।

১৪ দিনের কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কাউসার আলী (৩৫), রমজান আলী (৪৭), জুয়েল রানা (২২) ও  মন্টু আলী (৩৮)। তাদের বাড়ি চারঘাটের মোক্তারপুর এলাকায়। বৃহস্পতিবার দুপুরে দণ্ডপ্রাপ্ত সবাইকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/  ২৫ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর