২৫ আগস্ট, ২০১৬ ২০:৫২

'টার্গেট আগস্ট-ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু এভিনিউ' বইয়ের মোড়ক উন্মোচন কাল

রফিকুল ইসলাম রনি

'টার্গেট আগস্ট-ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু এভিনিউ' বইয়ের মোড়ক উন্মোচন কাল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যা এবং আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যা চেষ্টা নিয়ে বই প্রকাশ করতে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। বিচারের রায়, সাক্ষীদের সাক্ষ্য ও সিনিয়র সাংবাদিকদের স্মৃতি চারণ ও আওয়ামী লীগ নেতাদের লেখা নিয়ে ‘টার্গেট আগস্ট-ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু এভিনিউ’ নামের বইটির মোড়ক উন্মোচন করা হবে আগামীকাল শুক্রবার। সকাল ১০টায়  রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-মিলনায়তনে এই বইয়ের মোড়ক উন্মোচন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় নেতা একেএম এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শিখর, ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। 

বইটির সার্বিক তত্ত্বাবধায়ন করেছেন মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘টার্গেট আগস্ট-ধানমণ্ডি থেকে বঙ্গবন্ধু এভিনিউ’ বইটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম খণ্ড রক্তাক্ত ধানমণ্ডি আর দ্বিতীয় ২১ আগস্ট গ্রেনেড হামলা বঙ্গবন্ধু এভিনিউ। প্রথমটিতে জাতির পিতাকে যেভাবে হত্যা করা হয় তার চিত্র তুলে ধরার পাশাপাশি জাতির পিতাকে নিয়ে বিদগ্ধজনদের লেখা এবং মামলার পর্যালোচনা ও রায়ের বিবরণী তুলে ধরা হয়েছে। দ্বিতীয় খন্ডে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার যেভাবে হত্যার পরিকল্পনা এবং হামলা করা হয়। প্রত্যেক্ষদর্শীদের লেখা এবং জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিশেষ সাক্ষাৎকার ছাপানো হয়েছে। তিনি বলেন, তরুণ প্রজন্মের অনেকেই এই বইটি পড়লে সহজেই জাতির পিতাকে হত্যা এবং শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার কথা জানতে পারবে। তিনি ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীদের বইটি পড়ার অনুরোধ জানান তিনি। 

 

বিডি-প্রতিদিন/ ২৫ আগস্ট, ২০১৬/ আফরোজ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর