২৭ আগস্ট, ২০১৬ ১০:০৮

না'গঞ্জে জঙ্গি আস্তানার খোঁজ, অভিযান চলছে

অনলাইন ডেস্ক

না'গঞ্জে জঙ্গি আস্তানার খোঁজ, অভিযান চলছে

নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার 'জঙ্গি আস্তানা'র খবরে তিনটি বাড়ি ঘিরে রেখে অভিযান পরিচালনা করছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শনিবার ভোররাত থেকে এ অভিযান শুরু করেছে।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ভোররাত থেকে বাড়ি তিনটি ঘিরে রাখে পুলিশ। সকালে অভিযান শুরু হয়, যা এখনও চলছে।
 
স্থানীয়দের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠেই তারা দেখেন সাদা পোশাকের পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে। পাঁচতলা ভবনটির আশপাশে সাধারণ লোকদের ভিড়তে দেওয়া হচ্ছে না। ভবনের দিকে যাওয়ার পথে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গোলাগুলির শব্দও শোনা গেছে। এলাকার মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।

এদিকে সন্ত্রাস দমনে গঠিত ডিএমপির বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, জেএমবির এক সদস্যকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হচ্ছে।
 
গুলশান ও শোলাকিয়ায় হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে রাজধানীর কল্যাণপুরের ৫ নং রোডের ৫৩ নম্বর ছয়তলা বিশিষ্ট 'জাহাজ বাড়ি' ভবনে নয় জঙ্গি নিহত হয়।
 
সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ অভিযানের সময় বেশ কয়েকজন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়।
 
পুলিশের ধারণা, রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের পর পালিয়ে যাওয়া জঙ্গিরাই নারায়ণগঞ্জে অবস্থান করছে।
 

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর